জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন বাতিল করার নিয়ম
আইডি কার্ড সংশোধন আবেদন বাতিল করার প্রক্রিয়া জেনে নিন
জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড সংশোধন করার জন্য নির্বাচন কমিশন বরাবর অনলাইনে আবেদন করেছেন। পরে জানতে পারলেন আবেদন ভূল হয়েছে অর্থাৎ সঠিক ডকুমেন্ট সংযুক্ত করে আবেদন করা হয় নাই বিধায় আপনার জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন টি বাতিল করার প্রয়োজন পড়েছে। কিভাবে আবেদনটি বাতিল করবেন? কোন অফিস বরাবর আবেদন টি জমা করবেন? দরখাস্ত কিভাবে লিখবেন? ইত্যাদি প্রশ্নের উত্তর আজকের এই কনটেন্ট এর মাধ্যমে জানতে পারবেন। এ ধরনের গুরুত্বপূর্ন বিষয়ে লাইভ ভিডিও এর মাধ্যমে শিখতে ও জানতে চাইলে আমার ইউটিউব চ্যানেল টি ভিজিট করুন ও সাবস্ক্রাইব করুন।
জাতীয় পরিচয়পত্রের সংশোধন আবেদন বাতিল করার জন্য আপনার নিজ জেলাধীন নিজ উপজেলা নির্বাচন কমিশন অফিস বরাবর একটি দরখাস্ত জমা দিতে হবে। দরখাস্তটি আপনি হাতে লিখে দিতে পারেন, তবে কম্পিউটার কম্পোজ করে জমা দেওয়া ভালো।
একজন গ্রাহকের তার জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন বাতিল করার আবেদনটির নমুনা নিন্মে উল্লেখ করা হইলো:
তারিখ: 10/10/2022
বরাবর
উপজেলা নির্বাচন অফিস
থানা, জেলার নাম
বিষয়: জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন বাতিল প্রসঙ্গে।
জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী (—-নাম—-), জাতীয় পরিচয়পত্র নং————–, জন্ম তারিখ: ————, ঠিকানা: গ্রাম: ————-, ডাকঘর: ———–, উপজেলা: ————, জেলা: ———– এর একজন স্থায়ী বাসিন্দা। আমার জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদনটি সঠিক না হওয়ায় আবেদনটি বাতিল করা প্রয়োজন। বাতিল করা হলে আমি পুনরায় সঠিকভাবে সংশোধন আবেদন করবো।
অতএব, মহোদয়ের নিকট বিনীত আরজ, আমার উপরোক্ত জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন টি বাতিল করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করিয়া বাধিত করবেন।
বিনীত নিবেদক
স্বাক্ষর:
(নাম)
(মোবাইল নম্বর)
দরখাস্তটি লিখে স্বাক্ষর করে সাথে আপনার আইডি কার্ড এর ফটোকপি ও জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদনটির কপি নির্ধারীত নির্বাচন কমিশন অফিসে জমা করলে যথাযথ কর্তৃপক্ষ আপনার আবেদন টি মঞ্জুর করবেন।
আশাকরি মূল বিষয়টি বুঝাতে স্বক্ষম হয়েছি। ভালো লাগলে ফেসবুকে শেয়ার দিয়ে অন্যদের জানার সুযোগ ও আমাকে উৎসাহ প্রদানে সহযোগিতার অনুরোধ রইলো।
এ ধরনের গুরুত্বপূর্ন বিষয় সম্পর্কে সরাসরি আমার ভিডিও দেখে জানতে ও শিখতে অথবা শিখে গ্রাহক সেবা দিয়ে আয় করতে আমার ইউটিউব চ্যানেল টি ভিজিট করুন এবং গুরুত্বপূর্ন মনে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন, ফলে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন।