Welcome to “Latest Info BD“ দেশের বৃহত্তম ও ফ্রি অনলাইন কাজের সহায়িকা “So Follow me! to Learn for Self and Earn Money by Service“

ইউটিউব চ্যানেল

About

তথ্য প্রযুক্তির প্রসারে বর্তমানে বড় মাধ্যমগুলোর একটি হলো ওয়েবসাইট ও অপরটি ইউটিউব চ্যানেল। এই দুটির ব্যপক ব্যবহার সাড়া বিশ্বের শুধু শহরগুলিতেই সীমাবদ্ধ নয়, সকল দেশের প্রত্যন্ত অঞ্চলেও এর ব্যপক ব্যবহার হয়ে থাকে। তাই ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল ভিত্তিক ফ্রি কম্পিউটার শিক্ষা, তথ্য প্রযুক্তিগত সংবাদ প্রদানের মাধ্যমে দেশের বেকারত্বের হার কমানোই latestinfobd.com ওয়েবসাইট ও Latest Info BD ইউটিউব চ্যানেলের মূল উদ্দেশ্য।

বাংলাদেশ সরকারের লক্ষ্য ডিজিটাল বাংলাদেশ গড়া। যার জন্য প্রয়োজন আমাদের যুবসমাজ কে তথ্য প্রযুক্তিতে বলিয়ান করা। এই লক্ষ্য পূরনের সাথে আমার স্বপ্ন “আমি যতটুকু কাজ জানি এবং প্রতিদিন যে কাজ করে অর্থ উপার্জন করি ততটুকু সুন্দর করে গুছিয়ে, বুঝিয়ে আমার নিজের তৈরিকৃত ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল এর মাধ্যমে এই দেশের শিক্ষার্থীদের ফ্রি কম্পিউটার শিক্ষা দেওয়া ও প্রযুক্তিগত নতুন তথ্য পৌছে দেওয়া”। ফলে টাকার অভাবে অনেকেই কাজ শেখা থেকে বঞ্চিত হবে না, ঘরে ঘরে ছড়িয়ে পড়বে প্রযুক্তি শিক্ষা। কেউ পিছিয়ে থাকবে না, সবাই এগিয়ে যাবে যার যার অভীষ্ট লক্ষ্যে। পাশাপাশি একটি কম্পিউটার সেন্টার দিয়ে গ্রাহক সেবার মাধ্যমে বেকারত্বও দুর হবে–ইনশাল্লাহ ।

লেটেস্ট ইনফো বিডি তে সঠিক ও ভাল মানের প্রশিক্ষণ কনটেন্ট রয়েছে। যার মাধ্যমে 100% ফ্রি তে দেশের সকল জেলার শিক্ষার্থীগন তথা স্টুডেন্ট, শিক্ষক, চাকরিজীবী, চাকরি প্রত্যাশী, ব্যাক্তিগত কম্পিউটার ব্যবসা করতে ইচ্ছুক ব্যাক্তিগন অবশ্যই উপকৃত হবেন। 

তাই লেটেস্ট ইনফো বিডি ওয়েবসাইট, ফেসবুক পেইজ, ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম ইত্যাদি লিংক গুলি সাবস্ক্রাইব ও ফলো দিয়ে সংযুক্ত থাকুন এতে করে শিক্ষামূলক গুরুত্বপূর্ণ কনটেন্ট পাবলিশ হওয়া মাত্র আপনার ডিভাইসে নোটিফিকেশন চলে যাবে। 

ধন্যবাদ

Back to top button
error: Content is protected !!