ম্যানপাওয়ার
টিকার সনদ সংশোধন করার পদ্ধতি।। Certificate Correction A to Z by ICT Division Bangladesh
টিকার সনদে কোন ভুল থাকলে তা কিভাবে সংশোধন করবেন জেনে নিন
ভ্যাকসিন দেওয়ার পর টিকার সনদে অনেকের ক্ষেত্রে দেখা যায় পাসপোর্ট এর সাথে নাম মিল থাকে না, জন্ম তারিখ মিল থাকে না, পাসপোর্ট নম্বর মিল থাকে না। এ ধরনের ভুল পেলে তা কিভাবে সংশোধন করবেন সে বিষয়ে দেখানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমে।
এ ধরনের গুরুত্বপূর্ন বিষয় সম্পর্কে সরাসরি আমার ভিডিও দেখে জানতে ও শিখতে অথবা শিখে গ্রাহক সেবা দিয়ে আয় করতে আমার ইউটিউব চ্যানেল টি ভিজিট করুন এবং গুরুত্বপূর্ন মনে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন, ফলে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন।