Site icon Latest info bd

যে ১০ টি কারনে ই পাসপোর্ট আটকে যায়।। How to Solve Enrollment Process & Backend Verification

E Passport Bangladesh

আপনি যদি ইতিমধ্যে ই পাসপোর্ট করতে দিয়ে থাকেন অথবা আপনার পরিচিত কেউ ই-পাসপোর্ট করবে বলে সিদ্ধান্ত নিয়েছে, সকলের অবগতির জন্য অতি গুরুত্বপূর্ন আজকের আলোচনাটি । কারন আমি আপনাকে জানিয়ে দিবো কী কী কারনে ই পাসপোর্ট তৈরির প্রক্রিয়া মাঝপথে আটকে যেতে পারে। আটকে যাওয়া মানে আপনার ই পাসপোর্ট তৈরি হওয়ার প্রক্রিয়া কোন কারনে বন্ধ হয়ে থাকা, আর প্রক্রিয়া বন্ধ হয়ে থাকা মানে পাসপোর্ট পাওয়ার অপেক্ষা করবেন কিন্তু পাসপোর্ট পাবেন না।

প্রথমে আমরা জেনে নেই কিভাবে বুঝবো একটি বই আটকে আছে কিনা । এটি জানার জন্য আমাদেরকে পাসপোর্ট  অধিদফতর এর ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইট টি হলো epassport.gov.bd, এটি ই পাসপোর্টের একটি পোর্টাল । এখান থেকে নতুন পাসপোর্ট করার আবেদন এবংযেই পাসপোর্ট গুলি প্রক্রিয়াধীন রয়েছে সেই পাসপোর্ট এর অবস্থা চেক করা ইত্যাদি সকল বিষয়ে ই পাসপোর্টের এই পোর্টাল থেকে জানা যায়।

ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর (চেক স্টেটাস) নামে একটি মেনু পেয়ে যাবেন, মেনুতে ক্লিক করার পর পাসপোর্ট এর সর্বশেষ অবস্থা জানতে আমাদের দুইটি তথ্য লাগবে:

  1. এপ্লিকেশন আইডি ও
  2. জন্ম তারিখ ।

এই দুটি তথ্য আমরা পাব ePassport করতে দিয়ে আসার পর অফিস থেকে আমাদের একটি ডেলিভারি স্লিপ দিয়ে থাকে । এই স্লিপটির উপরে বাম ও ডান কর্নারে আবেদন আইডি বা এপ্লিকেশন আইডি বা এনরোলমেন্ট আইডি রয়েছে । এই দুটি তথ্য দিয়ে আমরা প্রথমে যাচাই করব যে এটি কি অবস্থায় রয়েছে । যাচাই করার পর যদি আমরা দেখি  এনরোলমেন্ট প্রসেস বা পেন্ডিং ফর ব্যাকেন্ড ভিরিফিকেশন (Pending for Backend Verification) । এ রকম হওয়া মানে কোন একটি সমস্যা রয়েছে। যে ব্যাক্তির উদাহরন আমি ভিডিও তে দেখিয়েছি,  জানা গেছে যে কিছু দিন পূর্বে Passport করার জন্য সে আবেদন করেছিল, যে কোন একটি কারনে পাসপোর্ট পায়নি, অর্থাৎ ঐ ফিঙ্গার টি রয়ে গেছে। এরপরে আরেকবার সে আবেদন করেছে , যার কারনে এটি এনরোলমেন্ট প্রসেস এ পড়ে আছে । এখন আমরা জানবো কী কী কারনে এই ধরনের স্টেটাস এসে থাকে ।

  1. পেনডিং এপ্রোভাল/ Pending for Backend Verification
  2. এনরলমেন্ট প্রসেস

এই দুটি স্টেটাস এর কোন ১টি  আসা মানেই আপনার পাসপোর্ট তৈরি প্রক্রিয়ায় কোন সমস্যা রয়েছে ।

যে ১০ টি কারনে ই-পাসপোর্ট আটকে যায়, ভিডিও তে দেখতে চাইলে এখানে ক্লিক করুন

কারন গুলো হলো :

  1. চোখের রেটিনা মিলে যাওয়া ।
  2. আপনার ফিংঙ্গার অন্য কারো সাথে মিলে যাওয়া
  3. পুরাতন বইতে জন্মস্থান ও এনআইডি কার্ড এর জন্মস্থান ভিন্ন হওয়া ।
  4. অন্য কারো সাথে নাম , পিতা/ মাতার নাম মিলে যাওয়া।
  5. পুরাতন বই থাকা সত্ত্বেও সেটি গোপন করে নতুন ফিঙ্গার দেওয়া ।
  6. এনআইডি কার্ডের সাথে নিজ নাম মিল না থাকা ।
  7. এনআইডি কার্ড এর সাথে জন্ম তারিখ মিল না থাকা
  8. ফরম ফিলাপে এনআইডি কার্ডের নাম্বারের জায়গায় জন্ম সনদ নম্বর দেওয়া ।
  9. ফরম ফিলাপের সময় পূর্ববর্তী পাসপোর্ট এমআরপি ছিলো নাকি ই-পাসপোর্ট ছিলো সেই বিষয়টি সঠিক সিলেকশন ভুল করা
  10. পুরাতন বই ১ টি গ্যাপ দিয়ে অন্যটি শো করে নতুন ফিঙ্গার দেওয়া ।

১০ টি কারনের বিস্তারীত তুলে ধরা হলোঃ

আরো একটি কারন আমার এক কাষ্টমারের সাথে ঘটেছে যার বিস্তারীত জানতে এখানে ক্লিক করুন

উপরোক্ত বিষয়গুলো অনেকেই বিশ্বাস করতে চান না যে এমন টা ঘটতে পারে। আসলেই এমন টা ঘটে থাকে আপনি পাসপোর্ট অফিসে গেলে বিভিন্ন মানুষের সমস্যা অবজারভেশন করলে বুঝতে পারবেন।

এই ১০ টি কারন ছাড়াও আরো অনেক কারন রয়েছে। সকল কারনগুলো প্রমান সহ দেখতে ও শিখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলে এ বিষয়ে ভিডিও গুলি দেখলে সহজেই বুঝতে পারবেন। Latest info BD ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে এখানে ক্লিক করুন।

লেখক: আতিকুল খান

Exit mobile version