Latest info bd

ফিঙ্গারের রেজাল্ট অনলাইন থেকে বের করার নিয়ম [2024] BMET Finger Enrollment Result Print

আসসালামু আলাইকুম ভিউয়ার্স,  লেটেস্ট ইনফো বিডি এর পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা।  

বিদেশ যাওয়ার পূর্বে জেলা বিএমইটি অফিসের মাধ্যমে তিন দিনের ট্রেনিং ও ফিঙ্গার করার পর অনলাইন থেকে আপনার ফিঙ্গার সাকসেস রিপোর্ট বের করার প্রয়োজন পড়লে তা কিভাবে করবেন সে বিষয়ে জানতে পারবেন আজকের এই শিক্ষামূলক আলোচনাটির মাধ্যমে।

এই কাজটি করার জন্য আপনার কম্পিউটার বা মোবাইল দিয়ে  নির্দিষ্ট লিংকে গিয়ে আপনার বিএমইটি নাম্বারটি লিখে এন্টার দিলেই আপনার ফিঙ্গার সাকসেস রিপোর্ট চলে আসবে।

ফিংগার সাকসেস রিপোর্টটি যার যে লিংকটি সেটি পেতে এখানে ক্লিক করুন। এই লিংকে ক্লিক করার পর যে ভিডিওটি আসবে সেই ভিডিওটির ডেসক্রিপশনে লিংকটি পেয়ে যাবেন।

এই কাজটি আমার নিজের তৈরি করা ভিডিও দেখেও শিখে নিতে পারবেন।  ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

এ ধরনের গুরুত্বপূর্ন বিষয় সম্পর্কে সরাসরি আমার ভিডিও দেখে জানতে ও শিখতে অথবা শিখে গ্রাহক সেবা দিয়ে আয় করতে আমার ইউটিউব চ্যানেল টি ভিজিট করুন এবং গুরুত্বপূর্ন মনে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন, ফলে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন।
Exit mobile version