Latest info bd

ডিসিআর (DCR) কি? নামজারী আবেদন মনজুর হইলে করনীয় কি?

জমি নামজারী করার জন্য অনলাইনে আবেদনের প্রেক্ষিতে প্রতিবেদন তথা সঠিক তদন্ত স্বাপেক্ষে আপনার পক্ষে অনুমোদন হওয়ার পর আপনাকে ডিসিআর কাটার জন্য আবেদেনে দেওয়া মোবাইল নাম্বারে মেসেজ দিবে।

ডিসিআর কাটার নিয়ম ভিডিও দেখে শিখতে চাইলে ভিজিট করুন:

খরচ: নামজারি অনুমোদনের পর রেকর্ড সংশোধন ফি বাবদ ১,০০০/- (এক হাজার) টাকা এবং খতিয়ান সরবরাহ বাবদ ১০০/- (একশত) টাকা মোট ১,১০০/- (এক হাজার একশত) টাকা অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে হবে। আপনি যদি নামজারি আবেদন মঞ্জুর হবার মেসেজ পেয়ে থাকেন বা নামজারির অনলাইন পোর্টালে Mutation.land.gov.bd চেক করে মঞ্জুর হয়েছে দেখতে পারেন, তাহলে রেকর্ড সংশোধন এবং খতিয়ান সরবরাহ ফি (যা ডিসিআর /DCR ফি নামে পরিচিত), অনলাইনে পরিশোধ করতে “ডিসিআর ফি” লিংকে ক্লিক করে মোবাইল ব্যাংকিং বিকাশ/নগদ/রকেট সহ বিভিন্ন মাধ্যমের যেটি দিয়ে আপনার সুবিধা হয় তা দিয়ে ডিসিআর /DCR ফি পরিশোধিত হলে, অনলাইন থেকে ডিসিআর এবং খতিয়ান ডাউনলোড/প্রিন্ট করতে পারবেন।

সতর্কতা: খতিয়ান ডাউনলোড করে সকল তথ্য সঠিক আছে কিনা তা যাচাই করে নিতে হবে। মন্তব্য কলামে দলিল নম্বর ও তারিখ, অনুমোদনের তারিখে জমির ব্যবহারের ধরণ, আগত রেকর্ডীয় / নামজারি খতিয়ান নম্বর এবং হোল্ডিং নম্বর উল্লেখ আছে কিনা দেখে নিবেন।

ভূল থাকলে করনিয়: আপনার খতিয়ানে কোনো ধরণের ভুল থাকলে আপনি নামজারি পোর্টালে “আবেদনের সর্বশেষ অবস্থা” মেনুতে সম্পূরক আবেদন অপশনে গিয়ে যৌক্তিকতা উল্লেখ ও দলিলাদি সংযুক্ত করে খতিয়ান সংশোধনের অনুরোধ করতে পারবেন। নামজারী/ খতিয়ান সংশোধন করার নিয়ম সম্পর্কিত ভিডিও আমার অন্য পোস্ট ও আমার লাইভ ভিডিও তে পাবেন। সহকারি কমিশনার (ভূমি) যদি আপনার খতিয়ান সংশোধন অনুরোধ গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করেন, তাহলে তিনি পরবর্তী কার্যক্রম চালু করবেন। সেক্ষেত্রে অনলাইন আবেদনের সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে সিদ্ধান্ত জানানো হবে। খতিয়ানে বর্ণিত বিশেষ দ্রষ্টব্য অংশটিতে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করতে হবে।

ডিসিআর কাটতে ভিজিট করুন অফিসিয়াল লিংক

Exit mobile version