করোনা টিকা সনদ পাসপোর্ট নাম্বার সহ প্রিন্ট। COVID 19 Vaccine Certificate Print with Passport Number
বিদেশ যেতে পাসপোর্ট নাম্বার সহ টিকার সনদ প্রিন্ট করার নিয়ম
যাদের 2টি ডোজ টিকা দেওয়া হয়েছে তাদের জন্য দেশের অভন্তরীন নানাবিধ কাজের সহযোগী এবং দেশের বাহিরে যেতে পাসপোর্ট নাম্বার সহ টিকা সনদ Covid-19 Vaccine Certificate কিভাবে প্রিন্ট করা যায় সেই বিষয়টি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা শেয়ার করলাম।
এই কাজ টি করার জন্য আপনাকে যে সকল ধাপ অনুসরন করতে হবে তা নিম্নে উল্লেখ করা হলো:
(১) প্রথমে আপনাকে Surokkha.gov.bd এই লিংক এ যেতে হবে
(২) এরপর সুরক্ষার অফিসিয়াল ওয়েবসাইট থেকে টিকা সনদ মেন্যুতে যেতে হবে
(৩) এই ধাপে আপনার এনআইডি নাম্বার ও জন্ম তারিখ লিখে ক্যাপচা কোড দিয়ে যাচাই করুন বাটনে ক্লিক করতে হবে
(৪) যে মোবাইল নম্বর দিয়ে ভ্যাকসিন দিয়েছিলেন সেই নাম্বারে ওটিপি কোড যাবে, সেই কোড টি এখানে লিখতে হবে এবং আপনার পাসপোর্ট নাম্বার টি সঠিক বা নির্ভূলভাবে লিখতে হবে। এরপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। পাসপোর্ট নাম্বার না লিখে যদি সাবমিট বাটনে ক্লিক করেন তাহলে পাসপোর্ট নাম্বার টি আপনার সনদে আসবে না এবং চাইলে পুনরায় কাজটি করে পাসপোর্ট নাম্বার বসাতে পারবেন।
(৫) চুড়ান্ত কনফারমেশনের ধাপে ঠিক আছে বাটনে ক্লিক করতে হবে। ফলে টিকা সনদটি ডাউনলোড এর সুইচ পাবেন। ডাউনলোড বাটনে ক্লিক করলেই আপনার কাঙ্খিত সনদটি ডাউনলোড হয়ে যাবে।
ছবি: ভ্যাকসিন সার্টিফিকেট এর নমুনা
কাজের প্রক্রিয়াটি সরাসরি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতে এখানে ক্লিক করুন