এনআইডি বা জন্ম নিবন্ধন সার্ভার না থাকলে পাসপোর্ট ফি বা ব্যাংক জমার এ চালান কাটার পদ্ধতি
আসসালামু আলাইকুম ভিউওয়ার লেটেস্ট ইনফো বিডি এর পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছ। ৫ বা ১০ বছর মেয়াদী ই-পাসপোর্ট এর জন্য অনলাইন ফরম ফিলাম করার পর ব্যাংকে টাকা জমা দিতে গেলে অনেক সময় দেখা যায় এনআইডি বা জন্ম নিবন্ধনের সার্ভার নাই, ফলে ব্যাংক জমা বা এ চালান কাটা যায় না। এ অবস্থায় করনীয় কি বা কিভাবে এ চালান কাটবেন অর্থাৎ পাসপোর্ট ফিস অনলাইনে জমা দিবে সে বিষয়ে দেখানো হয়েছে এই শিক্ষামূলক ভিডিওটির মাধ্যমে।
ই-পাসপোর্ট করার জন্য সরকারী ফি কত টাকা লাগে, সময় ও পাসপোর্ট এর মেয়াদ কতদিন পাবেন এ বিষয়ে আমার অন্য পোষ্ট এ বিস্তারীত দেওয়া আছে।
এ চালান কাটার জন্য এখানে ক্লিক করুন
এ চালানে কোন ভুল হইলে তা কর্তৃপক্ষের মাধ্যমে সংশোধন করানো যায়। এ চালান সংশোধন করার নিয়ম জানতে এখানে ক্লিক করুন
এ চালান দেখতে কেমন নিম্নে দেওয়া হলো: